ভাইরাস প্রতিরোধের প্রশ্নে চীনা প্রেসিডেন্টের বক্তব্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত
  2020-03-28 18:43:53  cri
মার্চ ২৮: বৃহস্পতিবার আয়োজিত জি-টোয়েন্টি ভিডিও শীর্ষসম্মেলনে বিশেষ করে অংশ নেয় আসিয়ান, আফ্রিকা ইউনিয়ান, উপসাগরীয় রাজ্যগুলির সহযোগিতা কমিশনের প্রতিনিধিরা এবং জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিরা। এবারের ভিডিও সম্মেলনে সহযোগিতার মাধ্যমে যৌথভাবে ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে একমত হন অংশগ্রহণকারীরা। চীনা প্রেসিডেন্ট সম্মেলনে 'একসঙ্গে ভাইরাস প্রতিরোধ ও কঠিন সময় কাটানো' শীর্ষক ভাষণ দিয়েছেন। আন্তর্জাতিক মহলে প্রেসিডেন্ট সি'র বক্তব্য প্রশংসিত হয়েছে।

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র লাওস ভাষার ওয়েবসাইট ব্যবহারকারী নোয় সাউন্দালি লিখেছেন, 'আমি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তব্য পড়েছি। চীনা নেতার অনুভূতি প্রশংসনীয়।'

নেপালের ওয়েবসাইট ব্যবহারকারী রাজেন্দ্র পাহাড়ি লিখেছেন, 'সি চিন পিংয়ের যৌথ প্রতিরোধ-ব্যবস্থা গড়ে তোলার আহ্বানের সঙ্গে আমরা একমত। চীনা অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ।'

ইরানের প্রবীণ সাংবাদিক মাহদী জালজাদে বলেন, চীন নভেল করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে শক্তিশালী সামর্থ্য দেখিয়েছে। চীনা অভিজ্ঞতা হলো বিশ্বের আশা।

ভারতের গ্লোবল থিঙ্কট্যাঙ্কের চীন গবেষণা কেন্দ্রের পরিচালক প্রসূন ফারমা মনে করেন, চীন ভাইরাস প্রতিরোধের প্রক্রিয়ায় 'মানবজাতির ভাগ্যের অভিন্ন সম্প্রদায়'-এর ধারণা কার্যকর করেছে। চীন ইতিবাচকভাবে অন্যান্য দেশকে সহায়তা করছে।

ভিয়েতনামের ওয়েবসাইট ব্যবহারকারী ট্র্যান দুং বলেন, চীন একটি মহান দেশ। চীনের সুপ্তশক্তি বিরাট। চীনা জনগণ ও বিশ্বের জনগণের অভিন্ন উদ্দেশ্য আছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040