যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যার আকস্মিক বৃদ্ধি; কিছু অসাধু রাজনীতিবিদের সতর্ক হওয়া উচিত: সিআরআই সম্পাদকীয়
  2020-03-28 18:42:11  cri
মার্চ ২৮: বর্তমানে যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি। প্রতিদিন সেদেশে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ওয়াশিংটনে কোনো কোনো অসাধু রাজনীতিবিদ এখনো ভাইরাস প্রতিরোধের ওপর গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু চীনের বিরুদ্ধে মিথ্যাচার করতে তারা ব্যস্ত। তাঁদের উচিত সতর্ক হওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে থাকা।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পুনরায় সামাজিক গণমাধ্যমে 'উহান ভাইরাস' টার্মটি ব্যবহার করেছেন। একজন মার্কিন উচ্চপদস্থ কূটনীতিক হিসেবে তিনি নিজের দেশে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ মুহূর্তে আন্তর্জাতিক সহযোগিতার কথা না-ভেবে রাজনৈতিক মতভেদ সৃষ্টি করতে চান। এটি মার্কিন জনগণের স্বার্থের ক্ষতি করছে।

এদিকে বুধবার হোয়াইটহাউসের জাতীয় বাণিজ্য কমিশনের মহাপরিচালক পিটার নাভারো সাংবাদিকদেরকে বলেন, তিনি 'মার্কিন পণ্য ক্রয়' ত্বরান্বিত করার চেষ্টা করবেন। এর উদ্দেশ্য হলো চীনের তৈরি ওষুধ এবং অন্যান্য চিকিত্সা-সামগ্রীর ওপর মার্কিন নির্ভরতা হ্রাস করা।

কিন্তু বৃহস্পতিবার গৃহীত 'জি-টোয়েন্টি নভেল করোনাভাইরাস শীর্ষসম্মেলন ঘোষণা'-য় বলা হয়, সাধারণ সময়ের চেয়ে ভাইরাস প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক কর্ম, সংহতি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরো বেশি প্রয়োজন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040