বর্তমান সংগীত প্ল্যাটফর্মগুলো বেশ বৈচিত্র্যময়। এক গান জনপ্রিয় হবে কিনা, তা অনেকটাই ইন্টারনেটের প্রচারের ওপর নির্ভর করে। মানুষ তার পছন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। তৌ ইন বা টিকটক চীনে অনেক জনপ্রিয় সংগীত সামাজিক যোগাযোগ ও ছোট ভিডিও শেয়ার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অনেক সুন্দর গান আরো বেশি লোক মানুষ জানতে পারে। এর মাধ্যমে অনেক গান দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে তৌ ইন বা টিকটক সম্পর্কে আপনাদের জানাবো এবং এ প্ল্যাটফর্মের কিছু হিট গান শোনাবো।
অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো ২০১৯ সালে তৌইনে সবচেয়ে জনপ্রিয় একটি গান 'মাও চোং'। গানটি খুব চীনা বৈশিষ্ট্যময় একটি গান। তা চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি পর্যায়ের মধ্যে একটি পর্যায়---মাও চোং-এর সঙ্গে সম্পর্কিত। চীনা বৈশিষ্ট্যময় হলেও এতে ইলেকট্রনিক সংগীতের উপাদান রয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১
তৌ ইন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এতে সংগীতের সঙ্গে ও ছোট ভিডিও শেয়ার করা যায়। ২০১৬ সালের সেপ্টেম্বরে এটি চালু হয়। এতে লোকেরা ১৫ সেকেন্ডের মিউজিক ভিডিও তৈরি করতে পারে। প্ল্যাটফর্মে ছোট ভিডিও দেখা ও শেয়ার করার মাধ্যমে গানগুলো সংগীত সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে জনপ্রিয় হয়। আর সংগীত ছাড়া এতে খাবার, ভ্রমণ, স্পোর্টসসহ বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। ছোট ও মজার হওয়ায় তৌ ইন দ্রুত অনেক তরুণকে আকর্ষণ করেছে, আর তরুণদের মধ্যে ভিডিওতৈরি একটি ফ্যাশনে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন শুনুন তৌ ইনের কল্যাণে জনপ্রিয় হওয়া একটি গান 'তোমাকে সঙ্গে নিয়ে ভ্রমণ করি'। গান ২
শুরুতে তৌ ইনের ব্যবহারকারী ছিল সাধারণ মানুষ। যুব শ্রেণীর মধ্যে এটি জনপ্রিয় হওয়ার পর অনেক সেলেব্রিটি ও মিডিয়া এতে যোগ দেয়। এ প্ল্যাটফর্মের প্রভাবও দিন দিন বাড়তে থাকে। যে গান তৌ ইনে জনপ্রিয় হয়, সে গান দ্রুত ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
বন্ধুরা, এবার শুনবো কিস এভরিহোয়ার (Kiss Everywhere)। গেয়েছেন হংকংয়ের জনপ্রিয় গায়িকা ইয়াং ছিয়ান। গানটি ২০০৪ সালে প্রকাশিত হয়, তবে তৌ ইনের কল্যাণে দেশের অন্যতম হিট গানে পরিণত হয়েছে। বন্ধুরা, শুনুন গানটি। গান ৩
তৌ ইনের শ্লোগান হলো 'সুন্দর জীবন ধারণ করা'। এটি জীবনের ঘটনা শেয়ার করার বড় মঞ্চ। এতে প্রচলিত গানগুলো লোকদের সাধারণ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সাধারণ মানুষের পছন্দ এতে প্রতিফলিত হয়। যদিও এর অনেক গান পেশাদার গায়কের গানের মতো ভালো নয়, তবুও তা জনপ্রিয় হয়। যেমন ২০১৯ সালে চীনে সবচেয়ে জনপ্রিয় একটি গান 'ইয়ে লাও ডিস্কো'। গানটি একটি র্যাপ গান। গানের কথা ও সুর খুব সহজ। শুনলেই মনে রাখা যায়। এটি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে।
বন্ধুরা, এখন শুনুন এই হিট গান 'ইয়ে লাং ডিস্কো'। গান ৪
২০১৭ সাল তৌ ইন উত্তর আমেরিকার জনপ্রিয় ছোট ভিডিও সামাজিক যোগাযোগ অ্যাপ 'Musical.ly' অধিগ্রহণ করে এবং এর বিদেশি সংস্করণ 'টিকটক' প্রকাশ করে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ভিয়েতনামসহ ১৫০টিরও বেশি দেশে চালু হয়। টিকটক প্রকাশের কয়েক মাসের মধ্যে এর অ্যাপ ডাউনলোডের পরিমাণ অনেক দেশে প্রথম স্থান দখল করে। তৌ ইন আন্তর্জাতিক মহলে শুরুর পর অনেক বিদেশি গানও এতে জনপ্রিয় হয়। যেমন মার্কিন গায়িকা KatieSky র গান 'Monster'।
বন্ধুরা এখন শুনুন চীনা গায়ক চৌ শেনের পুনরায় গাওয়া গান 'Monster'। গান ৫
জীবন ও মজার ভিডিও শেয়ার করা ছাড়া বর্তমান তৌ ইন অনেক একক সংগীতশিল্পীর গান প্রচারের প্ল্যাটফর্মে পরিণত হয়। তারা হয়তো অন্যান্য গায়কের মত পেশাদার প্রচার পায় না, তবে তৌ ইন এই সংগীত ভিডিও শেয়ার নেটওয়ার্কে ব্যবহারকারীদের বার বার যোগাযোগ ও শেয়ার করা পর তাদের গান আরো বেশি মানুষ শুনতে পারে।
বন্ধুরা, এবার আমরা শুনবো একক সংগীতশিল্পী ক্য পি লাও ফানের জনপ্রিয় একটি গান 'আমি ছিলাম'। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে চীনের তৌ ইনে আরো একটি জনপ্রিয় গান, গানের নাম 'সেই মেয়ে আমাকে বলেছে'। আশা করি গানটি আপনারা পছন্দ করবেন। গান ৭