বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের খুব জনপ্রিয় একজন গায়িকা ইয়াং ইয়ু ইং'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার মিষ্টি কণ্ঠ ও চেহারার জন্য বিখ্যাত। ৩০ বছরের সংগীত জীবনের তিনি মোট ১২টি অ্যালবাম ও অনেক সিঙ্গেলস প্রকাশ করেছেন, এর মধ্যে অনেক গান দীর্ঘ দিন ধরে জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ইয়াং ইয়ু ইং'র কিছু সুন্দর গান শুনবো।
অনুষ্ঠানের শুরুতে শুনবো তার খুব জনপ্রিয় একটি গান। গানের নাম 'হালকাভাবে তোমাকে বলি'। গানটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়, এতে একটি মেয়ের মিষ্টি প্রেমের কথা তুলে ধরা হয়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১
ইয়াং ইয়ু ইং ১৯৭১ সালে চীনের চিয়াংসি প্রদেশের রাজধানী নান ছাং শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। খুব ছোট থেকে তার সংগীত প্রতিভা দেখা যায় এবং পিয়ানো শিখতে শুরু করেন। ৬ বছর বয়সে ইয়াং ইয়ু ইং প্রথম পারফরমেন্স করেন, আর পরবর্তীতে অনেক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং ভালো ফলাফল অর্জন করেন। ১৫ বছর বয়সে ইয়াং ইয়ু ইং নান ছাং নরমাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও পেশাদার সংগীত শেখা শুরু করেন।গান ২
১৯৯১ সালে ইয়াং ইয়ু ইং তার প্রথম অ্যালবাম 'ভালোবাসা প্রার্থনা' প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশ করতেই ইয়াং ইয়ু ইং'র মিষ্টি কণ্ঠ অনেকে পছন্দ করে। তার প্রথম অ্যালবাম ২ লাখ কপি বিক্রি হয়। নতুন গায়িকা হিসেবে এটি বিরাট সাফল্য।
বন্ধুরা, এখন এই অ্যালবামের গান 'ভালোবাসা প্রার্থনা' শুনবো। গান ৩
১৯৯২ সালে ইয়াং ইয়ু ইং তার তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। এর ১২টি গান 'ইয়াং ইয়ু ইং বৈশিষ্ট্যময়' মিষ্টি প্রেমের গান। অ্যালবাম প্রকাশের পর তা অত্যন্ত জনপ্রিয় হয়, আর এটি এক বছরে ১০ লাখ কপি বিক্রির রেকর্ড সৃষ্টি করে। তিনি সে বছরে চীনের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান।
বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের প্রধান গান 'ফেং হান ছিং শুয়েই হান সিয়াও'। গান ৪
১৯৯৩ সালে ইয়াং ইয়ু ইং চীনের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুষ্ঠান----চীনের কেন্দ্রীয় টিভি স্টেশনের বসন্ত উৎসব গালায় পারফরমেন্স করেন। তার চমৎকার পারফরমেন্স সারা চীনের দর্শক পছন্দ করে। তখন থেকে ইয়াং ইয়ু ইং প্রকাশিত অনেক গান দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। চীনের মূলভূভাগ ছাড়া ইয়াং ইয়ু ইংও হংকংয়ের গায়কদের সঙ্গে সহযোগিতা করেন ও সিঙ্গাপুরে পারফরমেন্স করেন।
বন্ধুরা, এখন শুনুন ইয়াং ইয়ু ইং'র খুব জনপ্রিয় একটি প্রেমের গান 'আমি বলতে চাই না'। গান ৫
নিজের গান ছাড়া ইয়াং ইয়ু ইং ও গায়ক মাও নিংয়ের দ্বৈত গানগুলোও অনেক জনপ্রিয়। দুজনের কণ্ঠের বেশ মিল আছে। তারা ১৯৯২ সাল থেকে তারা অনেক দ্বৈত প্রেমের গান গেয়েছেন। বন্ধুরা এবার আমরা শুনবো তাদের সবচেয়ে জনপ্রিয় একটি দ্বৈত গান; গানের নাম 'মনের বৃষ্টি'। গানে প্রিয় লোক বিদার নেওয়ার ঘটনা বলা হয়, আর পরে অন্যান্য গায়কও অনেকবার গানটি গেয়েছেন। গান ৬
৩০ বছর ধরে ইয়াং ইয়ু ইং এখনও গান গাইছেন। তার মিষ্টি কণ্ঠের কোনো পরিবর্তন হয়নি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে তার আরো একটি সুন্দর গান 'সূর্যাস্তে লাল ড্রাগনফ্লাই' শুনবো। আশা করি, তার গান আপনারা পছন্দ করবেন। গান ৭