কোভিড-১৯ প্রতিরোধে ৫ ট্রিলিয়ন ডলার আর্থের যোগান দেবে জি-টোয়েন্টি জোট
  2020-03-27 11:01:57  cri
মার্চ ২৭: গতকাল (বৃহস্পতিবার) অনলাইন বিশেষ শীর্ষসম্মেলনে জি-টোয়েন্টি জোট ঘোষণা করে যে, কোভিড-১৯ ও তার ক্ষতি মোকাবিলায় সংস্থাটি দ্রুত ও শক্তিশালী ব্যবস্থা নেবে। এ জোট বিশ্বের বিভিন্ন দেশকে সহযোগিতার জন্য ৫ ট্রিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে।

এদিন, কোভিড-১৯ রোগ প্রতিরোধে জি-টোয়েন্টি জোটের নেতাদের ভিডিও সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দেশের নেতারা সভা শেষে এক যৌথ বিবৃতিতে জানান, এখন দ্রুত ও শাক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে, অর্থনৈতিক সমর্থন দেওয়া হবে, কর্মী ও শিল্প্রতিষ্ঠান- বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে রক্ষা করা হবে। মহামারী সমাজ, অর্থনীতিকে প্রভাবিত করেছে। এ প্রভাব হ্রাসে জোট বিশ্ব অর্থনীতিতে ৫ ট্রিলিয়ন ডলার যোগান দেবে।

বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ চিকিৎসা-সামগ্রী, মৌলিক কৃষিপণ্য ও অন্যান্য পণ্য ও সেবার স্বাভাবিক আন্তর্জাতিক পরিবহন নিশ্চিত করার চেষ্টা করবে জি-টোয়েন্টি জোট। পাশাপাশি বিশ্বের সরবরাহ চেইন রক্ষা করবে জি-টোয়েন্টি জোট।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040