ইউরোপের দেশগুলো অবশ্যই এতে অনুতপ্ত হয়েছে। আরও পরিতাপ পম্পেও'র মত রাজনীতিকদের। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস ল্য দ্রিয়ান সম্মেলন শেষে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমানের সংকটকে ব্যবহার করা ঠিক হবে না। কার্যকরভাবে ভাইরাস প্রতিরোধের জন্য অন্য সব চিন্তাধারা আন্তর্জাতিক ঐক্য ও সহযোগিতার পিছনে রয়েছে। তিনি পম্পেও'র বিরুদ্ধে অভিযোগ করছেন বলে সবাই মনে করছে।
৬ মার্চ পম্পেও প্রকাশ্যে 'উহান ভাইরাস' শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর কিছু মার্কিন রাজনীতিক বার বার তা পুনরাবৃত্তি করেন। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে, তিনি আর 'চাইনিজ ভাইরাস' বলবেন না; তবে পম্পেও'র মতো কিছু মার্কিন রাজনীতিক এখনো চীনের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যাচ্ছেন।
চীন আশা করে, মার্কিন রাজনীতিকরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কথা শুনবে, চীনের মুখে কালি লেপন বন্ধ করবে। শত্রুতা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক নয় এবং তা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করেছে। বিশ্বের ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব শুনতে চায় সবাই।
(শুয়েই/তৌহিদ/লিলি)