চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন কুও ছিয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।
রয়টার্সের খবরে বলা হয়, চীনের ছিহো ৩৬০ কোম্পানির তদন্ত ও বিশ্লেষণ থেকে জানা গেছে, সিআইএ চীনের বিরুদ্ধে ১১ বছর ধরে সাইবার হামলা চালিয়ে আসছে। এতে চীনের মহাকাশ, বিজ্ঞান সংস্থা, বড় আকারের ইন্টারনেট কোম্পানি ও সরকারি সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)