মার্চ ২৬: আজ (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানমকে চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে বিশ্বের নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তেদ্রোসের প্রশংসা করেন সি। তিনি বলেন, চীন মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীনে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অবস্থা উন্নত হয়েছে এবং উত্পাদন ও স্বাভাবিক জীবন পুনরুদ্ধার হচ্ছে।
সি বলেন, তেদ্রোসের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে এবং আন্তর্জাতিক সমাজ একে ব্যাপক স্বীকৃতি দিয়েছে। চীন তেদ্রোস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহামারীর বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতায় সক্রিয় নেতৃত্বের জন্য দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)