আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগের উপপ্রধান তেং পো ছিং এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীন যেসব দেশকে সহায়তা দিচ্ছে, তার মধ্যে গুরুতর সংক্রমিত দেশ আছে। পাশাপাশি, দুর্বল গণস্বাস্থ্য ব্যবস্থার দেশ ও ভাইরাস প্রতিরোধ ক্ষেত্রে দুর্বল দেশও আছে। এ ছাড়া চীন ইইউ, আফ্রিকান ইউনিয়ন, আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও সাহায্য দিয়েছে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যও দিয়েছে।
চীন এশিয়ার ২৮টি দেশ, ইউরোপের ১৬টি দেশ, আফ্রিকার ২৬টি দেশ, লাটিন আমেরিকার ৯টি দেশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে জরুরি সাহায্য দিয়েছে। এর মধ্যে রয়েছে, চিকিত্সাসামগ্রী ও চিকিত্সার প্রযুক্তিগত সাহায্য; যেমন- ভাইরাস টেস্ট কিট, মাস্ক, প্রতিরোধমূলক পোশাক, গ্লভস, শ্বাসযন্ত্র ইত্যাদি উপকরণ। এ ছাড়া চীনের অনেক আঞ্চলিক সরকার, শিল্পপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষও বৈদেশিক সাহায্যে অংশ নিয়েছে।
(শুয়েই/তৌহিদ)