চীন ৮৯টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থাকে ভাইরাস প্রতিরোধে সাহায্য দিয়েছে
  2020-03-26 19:01:06  cri
মার্চ ২৬: চীনের সংশ্লিষ্ট বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠান করোনাভাইরাস প্রতিরোধে বৈদেশিক সাহায্য দিচ্ছে। বর্তমানে চার দফায় ৮৯টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থাকে সাহায্য দেয়া হচ্ছে। এখন পঞ্চম দফা সাহায্যের প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগের উপপ্রধান তেং পো ছিং এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীন যেসব দেশকে সহায়তা দিচ্ছে, তার মধ্যে গুরুতর সংক্রমিত দেশ আছে। পাশাপাশি, দুর্বল গণস্বাস্থ্য ব্যবস্থার দেশ ও ভাইরাস প্রতিরোধ ক্ষেত্রে দুর্বল দেশও আছে। এ ছাড়া চীন ইইউ, আফ্রিকান ইউনিয়ন, আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও সাহায্য দিয়েছে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যও দিয়েছে।

চীন এশিয়ার ২৮টি দেশ, ইউরোপের ১৬টি দেশ, আফ্রিকার ২৬টি দেশ, লাটিন আমেরিকার ৯টি দেশ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে জরুরি সাহায্য দিয়েছে। এর মধ্যে রয়েছে, চিকিত্সাসামগ্রী ও চিকিত্সার প্রযুক্তিগত সাহায্য; যেমন- ভাইরাস টেস্ট কিট, মাস্ক, প্রতিরোধমূলক পোশাক, গ্লভস, শ্বাসযন্ত্র ইত্যাদি উপকরণ। এ ছাড়া চীনের অনেক আঞ্চলিক সরকার, শিল্পপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষও বৈদেশিক সাহায্যে অংশ নিয়েছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040