২৬ মার্চ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
  2020-03-26 18:58:04  cri

২৬ মার্চ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস। করোনা-সতর্কতায় এবার বাতিল করা হয়েছে সব আনুষ্ঠানিকতা। বুধবার জাতির উদ্দেশে ভাষণে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব অনুষ্ঠান বাতিলের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘরে বসেই বাংলাদেশের মানুষ স্মরণ করছেন মুক্তিযুদ্ধে বীর শহীদদের। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছে। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সুশাসন, সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040