চীনের মুখে কালি লেপনে মার্কিন রাজনীতিবিদের অপচেষ্টার বিরোধিতা করে বেইজিং
  2020-03-26 18:01:15  cri
মার্চ ২৬: মহামারী প্রতিরোধের ক্ষেত্রে মার্কিন রাজনীতিবিদরা চীনের প্রচেষ্টার মুখে কালি লেপনের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য হলো, মহামারী প্রতিরোধে মার্কিন প্রশাসনের ব্যর্থতা গোপন করা ও মানুষের দৃষ্টি ঘোরানো। তাদের এ প্রচেষ্টা অশুভ বলে মনে করে বেইজিং।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এসব কথা বলেন।

কেং বলেন, নভেল করোনাভাইরাসের উত্স খতিয়ে দেখার কাজটি জটিল বৈজ্ঞানিক বিষয়। তাই বিজ্ঞানসম্মত ও পেশাগত প্রস্তাব শোনা উচিত্। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজ কোনো নির্দিষ্ট দেশ ও অঞ্চলকে ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে স্পষ্টভাবে বিরোধিতা জানায়। মহামারী প্রতিরোধের সঙ্গে সঙ্গে চীনের কাজের স্বীকৃতিও দিয়েছে তারা।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবারে জি-৭ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও সম্মেলনে অব্যাহতভাবে চীনের রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীব্র নিন্দা জানান এবং নভেল করোনাভাইরাসকে 'উহান ভাইরাস' বলে উল্লেখ করেন।

লিলি/তৌহিদ/শুয়েই

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040