আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এসব কথা বলেন।
কেং বলেন, নভেল করোনাভাইরাসের উত্স খতিয়ে দেখার কাজটি জটিল বৈজ্ঞানিক বিষয়। তাই বিজ্ঞানসম্মত ও পেশাগত প্রস্তাব শোনা উচিত্। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজ কোনো নির্দিষ্ট দেশ ও অঞ্চলকে ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে স্পষ্টভাবে বিরোধিতা জানায়। মহামারী প্রতিরোধের সঙ্গে সঙ্গে চীনের কাজের স্বীকৃতিও দিয়েছে তারা।
উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবারে জি-৭ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও সম্মেলনে অব্যাহতভাবে চীনের রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীব্র নিন্দা জানান এবং নভেল করোনাভাইরাসকে 'উহান ভাইরাস' বলে উল্লেখ করেন।
লিলি/তৌহিদ/শুয়েই