মার্চ ২৬: গতকাল (বুধবার) অনুষ্ঠিত জি-৭ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশ্বব্যাপী মহামারীর ছড়িয়ে পড়া, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভাইরাসের বিস্তার বন্ধে একসঙ্গে কাজ করতে সম্মত হন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐকমত্য না হওয়ায় চূড়ান্ত যৌথ বিবৃতি প্রকাশিত হয়নি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠকে সদস্য দেশগুলির যৌথ বিবৃতিতে 'উহান ভাইরাস' শব্দটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। তবে অন্য দেশগুলো স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। ফলে, চূড়ান্ত যৌথ বিবৃতি গ্রহণে ব্যর্থ হয় জি-৭ জোট।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)