বাণীতে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশের মৈত্রী সুদীর্ঘকালের। রাজনৈতিক আস্থার ভিত্তি দৃঢ়, উন্নয়ন-কৌশলের মিল আছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। আমি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেই। আমি রাষ্ট্রপতি হামিদের সঙ্গে দু'দেশের কৌশলগত সংযোগ গভীরতর করা, 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতার কাজ জোরদার করা এবং চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে অব্যাহত নতুন অগ্রগতি অর্জন করতে আগ্রহী।
(শুয়েই/তৌহিদ/লিলি)