মহামারী মোকাবিলার ক্ষেত্রে চীন স্পষ্টভাবে এগিয়ে রয়েছে
  2020-03-26 15:36:08  cri
মার্চ ২৬: 'চীনে নভেল করোনাভাইরাস মহামারী রোধে বিচ্ছিন্নকরণ নীতি প্রাথমিকভাবে সফল হওয়ার প্রমাণ' শীর্ষক এক রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটেনের ইমপেরিয়াল কলেজ লন্ডন।

নভেল করোনাভাইরাস-বিষয়ক এই কলেজ গ্রুপের উদ্যোগে ২৪ মার্চ প্রকাশিত হয় রিপোর্টটি।

রিপোর্টে বলা হয়, চীন মহামারী ঠেকাতে অত্যন্ত কঠোর সামাজিক কোয়ারেন্টাইন ব্যবস্থা নিয়েছে। বর্তমানে চীন ইতোমধ্যেই সফলভাবে ভাইরাসের বিস্তার রোধ করেছে এবং সামাজিক উন্নয়ন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মহামারী মোকাবিলার ক্ষেত্রে চীন স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীনের জারি করা অভ্যন্তরীণ নীতিমালা ও পরবর্তী কৌশলগত অভিযান অন্য দেশের জন্য শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র কর্মকর্তা মারিয়া ভ্যান কের্খোভ গতকাল (বুধবার) জানান, বিভিন্ন অঞ্চলে চীন বিভিন্ন মাত্রার যেসব ব্যবস্থা নিয়েছে তা বিশ্বের জন্য শিক্ষণীয়। তিনি আরো বলেন, চীন পুরোপুরি সব অঞ্চল লকডাউন করে নি এবং বর্তমানে ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে। সারা দেশে একসঙ্গে সব নিষেধাজ্ঞা বাতিল করছে না। বিগত কয়েকটি দিনে চীনে কোনো আক্রান্ত মানুষ দেখা যায়নি। (লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040