বিশ্ববাসীকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
  2020-03-26 11:49:00  cri
মার্চ ২৬: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধ বন্ধ করে যৌথভাবে ভাইরাস প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বের একটি অভিন্ন শত্রু হলো নভেল করোনাভাইরাস। এটি কোনও জাতি, বর্ণ, ধর্ম বা সমাজ মানে না। এখন অস্ত্র ও সহিংসতা ছেড়ে জীবনের আসল যুদ্ধে নামার সময় এসেছে।

ভাইরাসের সামনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নারী, শিশু, প্রতিবন্ধী বা গৃহহীন মানুষের জীবন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই যুদ্ধ বন্ধ করে জীবন রক্ষার চেষ্টা করা উচিত।

গতকাল (বুধবার) ইয়েমেনের গৃহযুদ্ধের ষষ্ঠ বর্ষ শুরু হয়। এ উপলক্ষ্যে গুতেরহিস ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষকে রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানের আহ্বান জানান।

এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বিদেশে থাকা মার্কিন বাহিনীর সব ধরনের যাত্রা ও কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। এ কার্যাদেশের মেয়াদ ৬০ দিন।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন জানায়, ভাইরাসের কারণে আজ বৃহস্পতিবার ইরাক থেকে বাহিনী সরিয়ে নেওয়া হবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040