চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফেনালাপ অনুষ্ঠিত
  2020-03-25 16:53:35  cri

মার্চ ২৫: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন।

ফোনে ওয়াং ই বলেন, প্রধানমন্ত্রী মোদি গুরুতর মুহূর্তে প্রেসিডেন্ট সি চিন পিংকে সহানুভূতি জানিয়েছিলেন। তখন চীনা জনগণ নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে লড়াই করছিল, ভারতও চীনা জনগণকে সাহায্য করেছিল। এ জন্য চীন কৃতজ্ঞ। এখন ভারতে মহামারী পরিস্থিতি গুরুতর হতে শুরু করেছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা এবং দেশটিকে সহায়তা দিতে চায় চীন।

জয়শঙ্কর ভারতের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি সম্পর্কে বলেন, মহামারী বিস্তার নিয়ন্ত্রণ করতে এবং অর্থনৈতিক বিকাশের প্রভাব হ্রাস করার লক্ষ্যে ভারত ব্যাপক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। চীনের দেওয়া চিকিত্সাসামগ্রী ও সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানায় ভারত। মহামারী নিয়ন্ত্রণে চীনের অসামান্য সাফল্যের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় দেশটি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040