উহানে শতাধিক বাসের রুট পুনরায় চালু হয়েছে
  2020-03-25 15:52:58  cri

মার্চ ২৫: হুপেই প্রদেশ এবং উহান শহরে আসা কর্মীদের অভ্যন্তরীণ যাতায়াতে সুবিধার জন্য বুধবার রাত ১২টা থেকে উহানে ১১৭টি বাসের রুট পুনরায় চালু হয়েছে। আগামী শনিবার থেকে ৬টি সাবওয়ে লাইনও খুলে দেওয়া হবে।

হুপেই প্রদেশের করোনাভাইরাস প্রতিরোধের নির্দেশনাকেন্দ্র সম্প্রতি হুপেই প্রদেশের ওপর থেকে বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয় এবং উহান শহরের উত্পাদন কাজ পুনরায় শুরু করার নির্দেশনা দেয়। হুপেই প্রদেশের বিশেষ স্বাস্থ্য কোড বা 'সবুজ কোড'ধারী লোকজন শৃঙ্খলার সঙ্গে প্রদেশে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন।

উহান শহরের যোগাযোগ ও পরিবহন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যাত্রীদের বাস ও সাবওয়েতে চলার সময় মাস্ক পরতে হবে, শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে, নিরাপত্তার জন্য নিজের আসল নাম দিয়ে নিবন্ধন করতে হবে এবং কোড স্ক্যান করে বাস বা সাবওয়েতে উঠতে হবে। যারা হুপেই প্রদেশের বাইরে থেকে এসেছেন এবং 'সবুজ কোড' নেই, তারা নিজ প্রদেশের বিশেষ 'স্বাস্থ্য কোড' দিয়ে বাস ও সাবওয়েতে চলাচল করতে পারবেন। একই সঙ্গে নিজের আসল নাম দিয়ে নিবন্ধন করতে হবে এবং কোড স্ক্যান করে বাস বা সাবওয়ে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া সর্বোচ্চ মাত্রায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য ৬৫ বছর বয়সেরও বেশি বয়স্ক ও যাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, তাদেরকে গণপরিবহন এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040