জিন জি ওয়েন
  2020-03-25 14:34:57  cri

জিন জি ওয়েন, ১৯৮২ সালের ১২ জুলাই চীনের জি লিন প্রদেশের জি লিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি জি লিন ইউনিভার্সিটি অব আটর্স থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি চীনের একজন কন্ঠশিল্পী এবং গীতিকার।

২০০২ সালে জিন জি ওয়েন সঙ্গীত রচনা শুরু করেন। ২০০৩ সালে তিনি সুর রচনার কাজে মন দেন।

২০০৫ সালে চীনের বিখ্যাত ওয়েবসাইট সিনা'র আয়োজিত এক ইন্টারনেট সঙ্গীত প্রতিযোগিতায় জিন জি ওয়েন নিজের রচিত 'হাত ছেড়ে দাও' গানটি তৃতীয় পুরস্কার লাভ করে। এরপর তিনি 'স্বপ্ন' নামের গানের কারণে সিনা ওয়েবসাইটের আয়োজিত চীনের বিদ্যালয়ের গান নির্বাচনে শ্রেষ্ঠ পুরস্কার পান।

২০০৬ সালে জিন জি ওয়েন ই কিউ রেকডর্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই কোম্পানীর একজন শিল্পী হন। তিনি সঙ্গে সঙ্গে চলচ্চিত্র 'আমি তোমাকে ভালোবাসি'র জন্য সঙ্গীতে-প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই চলচ্চিত্রের থিম সং 'আমি তোমাকে ভালোবাসি'ও গেয়েছেন। একই বছর তাঁর রচিত গান 'One World One Dream' সেই বছরের অলিম্পিক গেমসের জন্য নির্বাচিত হয়।

২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি জিন জি ওয়েন ষষ্ঠ এশিয়ার শীত্কালীন গেমসের সমাপনী অনুষ্ঠানে 'এশিয়ার তারকা' নামের গান পরিবেশন করেন।

২০০৭ সালের ২২ এপ্রিল, জিন জি ওয়েন সেই বছর চীনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গীত উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

২০০৭ সালের অগাস্ট মাসে জিন জি ওয়েন নিজের প্রথম অ্যালবাম 'ভাই সিয়াও ওয়েন' প্রকাশ করেন।

২০০৯ সালের ৬ মার্চ, জিন জি ওয়েনের দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসলে আরো একাকী লাগে' বাজারে আসে। একই বছরের অক্টোবর মাসে জিন জি ওয়েন এবং অন্যান্য কয়েকজন কন্ঠশিল্পী একসাথে ১১তম চীনের ক্রীড়া প্রতিয়োগিতার জন্য থিম সং 'পরস্পরকে ভালোবাসা' রচনা করেন।

২০১০ সালের ২৭ মে, জিন জি ওয়েনের তৃতীয় অ্যালবাম 'থু মেন জিয়াং এক নম্বর' বাজারে আসে।

২০১২ সালের জুলাই মাসে জিন জি ওয়েন চীনের চ্য চিয়াং টেলিভিশনের আয়োজিত লাইভ শো 'ভয়েস অব চায়না'তে অংশ নেন এবং এই প্রতিযোগিতায় তিনি চতুর্থ স্থান লাভ করেন।

২০১৩ সালের মে মাসে জিন জি ওয়েন হেং তা মিউজিক কোম্পানীতে যোগ দেন। একই বছরের ৩ ডিসেম্বর জিন জি ওয়েন ছেং তু শহরে নিজের চতুর্থ অ্যালবাম 'স্বপ্ন এবং বাসা' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন।

২০১৭ সালের পয়লা সেপ্টেম্বর জিন জি ওয়েন 'তোমার জন্য কাঁদবো' গানটি প্রকাশ করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিন জি ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040