কবিতা ও গান: পুরানো সেই দিনের কথা
  2020-04-01 12:59:00  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'কবিতা ও গানে' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সংগীত কোনো দেশের সীমা মানে না। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন কবিতা ও গান উপভোগ করি।

আজকের অনুষ্ঠানে কয়েকটি সুরের সঙ্গে রবীন্দ্রনাথের দুটি গান এবং তাদের চীনা ভাষার অনুবাদ আপনাদের পড়ে শোনাবো, কেমন? প্রথমে শুনুন আমরা সবাই রাজা।

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে,

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।--

আমরা সবাই রাজা।

在这个国王的统治下我们都是国王,

否则我们怎么有权和我们的国王一样?

我们都是国王。

আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,

আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে,

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে--

আমরা সবাই রাজা।

我们愿做什么就做什么,

但是仍在他的意愿下生活。

我们不是被束缚在国王的恐吓之下。

否则我们怎么有权和我们的国王一样?

我们都是国王。

রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,

মোদের খাটো করে রাখে নি কেউ কোনো অসত্যে,

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।--

আমরা সবাই রাজা।

国王尊重所有人,

所有人也都敬爱国王。

没有人用谎言诋毁我们,

否则我们怎么有权和我们的国王一样?

我们都是国王。

আমরা চলব আপন মতে, শেষে মিলব তারি পথে।

মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে

নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।--

আমরা সবাই রাজা॥

我们按自己的意愿行事,

但最终都走在国王制定的道路上。

我们谁都不会陷入到失败的巨大漩涡。

否则我们怎么有权和我们的国王一样?

我们都是国王。

(স্বদেশ ১০, রাগ: ইমন-ভূপালী, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910, স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার)

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

那旧日时光的话语难道你已忘记

那眼神的交汇,内心的话语,怎能让人忘记

আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়

মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।

来吧,朋友,再次来到我的心中吧

让我们畅谈心中的话语,让心以此相连。

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়-

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।

我们清晨去采花,在秋千上荡漾——

在那香榄花的花丛中吹奏芦笛唱起歌。

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়-

আবার দেখা হল, সখা, প্রাণের মাঝে আয়।।

唉,中间我们四散飘零,各奔西东——

如今再次相聚,朋友,请来到我心里。

(স্বর্ণা/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040