জি-টোয়েন্টির শীর্ষনেতাদের বিশেষ ভিডিও-সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার
  2020-03-25 11:31:39  cri
মার্চ ২৫: জি-জোয়েন্টির পালাক্রমিক সভাপতিরাষ্ট্র সৌদি আরব গতকাল (মঙ্গলবার) রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) গোষ্ঠীর বিশেষ ভিডিও-শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের বাদশাহ সালমান এবারের শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করবেন। এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, কোভিড-১৯ মহামারী প্রতিরোধে এবং এর আর্থ-সামাজিক প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সমন্বয় ও সহযোগিতা।

বিবৃতিতে আরও বলা হয়, জি-টোয়েন্টির সদস্যরাষ্ট্রগুলোর পাশাপাশি স্পেন, জর্দান, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডও এবারের বিশেষ সম্মেলনে অংশগ্রহণ করবে।

তা ছাড়া, আশিয়ান, আফ্রিকান লীগ, উপসাগরীয় রাজ্যগুলির সমবায় কাউন্সিল, আফ্রিকা উন্নয়ন নতুন অংশীদার পরিকল্পনা, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040