পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ
  2020-03-25 11:07:55  cri
মার্চ ২৫: গতকাল(মঙ্গলবার) রাতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে ফোনালাপ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

ফোনালাপে প্রেসিডেন্ট সি বলেন, কোভিড-১৯ মহামারী দেখা দেওয়ার পর পোল্যান্ডের সরকার ও জনগণ চীনের পাশে এসে দাঁড়িয়েছিল। এখন মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পোল্যান্ডের সরকার ও জনগণের পাশে এসে দাঁড়িয়েছে চীন। পোল্যান্ডসহ মধ্য ও পূর্ব ইউরোপের ১৭টি দেশের বিশেষজ্ঞদের সাথে ভিডিও-সভা করেছে চীন এবং মহামারী নিয়ন্ত্রণের অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করেছে। মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির চিন্তাধারায়, বিশ্বের বিভিন্ন দেশের সাথে মহামারী প্রতিরোধে সহযোগিতা জোরদার করেছে বেইজিং। এর লক্ষ্য যৌথভাবে বিশ্বের জনস্বাস্থ্য রক্ষা করা।

সি জোর দিয়ে বলেন, চীনের ১৪০ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে মহামারীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে। চীনা চিকিত্সকরা নিজেদের জীবন বাজি রেখে অন্যদের জীবন বাঁচিয়েছেন। জনগণকে কেন্দ্র করে, সকল কষ্ট ও ঝামেলা অতিক্রম করে, জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করতে সক্ষম চীন।

জবাবে প্রেসিডেন্ট দুদা চীনা জনগণ ও চিকিত্সকদের প্রশংসা করে বলেন, চীনের সংশ্লিষ্ট অভিজ্ঞতা তাঁর দেশের কাজে লাগবে। পোল্যান্ড মহামারীর চ্যালেঞ্জের সম্মুখীন। একসময় চীনের যথাযথ সহায়তার জন্য পোল্যান্ড কৃতজ্ঞ। চীনের সাথে বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে তার দেশ আগ্রহী বলেও জানান তিনি। (সুবর্ণা/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040