ইউরোশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে গভীরভাবে মহামারী প্রতিরোধের কাজ চালাতে ইচ্ছুক চীন
  2020-03-23 19:59:15  cri

মার্চ ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে বলেন, চীন মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার ধারণা থেকে ইউরেশিয়া ও দক্ষিণ এশিয়া দেশগুলোর সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধ এবং আঞ্চলিক ও বিশ্বের জনস্বাস্থ্য রক্ষায় যৌথভাবে কাজ করবে। ইউরেশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে ভিডিও সম্মেলন আয়োজনের বিষয়ে তিনি একথা বলেন।

কেং শুয়াং বলেন, সম্মেলনটি ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। দুইশরও বেশি মানুষ এতে অংশ নিয়েছেন এবং ভালো ফলাফল অর্জিত হয়েছে। বিদেশের প্রতিনিধিরা বিশ্বের জনস্বাস্থ্য খাতে চীনের অবদানের বিষয়ে উচ্চ মূল্যায়ন করেছেন এবং তারা মনে করেন যে অন্য দেশের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিচালনার ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন পক্ষ চীনের সাথে আরো বিনিময় ও সহযোগিতা জোরদার করে যৌথভাবে মহামারী মোকাবিলা করতে ইচ্ছুক।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040