বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়িকা সু হুই লুনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার সুন্দর ও কোমল কণ্ঠের জন্য বিখ্যাত। অনেক বছর সংগীত নিয়ে কাজ বন্ধ থাকার পর সম্প্রতি তিনি নতুন অ্যালবাম প্রকাশ করে সবার সামনে হাজির হন। আর তার গান আগের মতই সুন্দর। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে সু হুই লুনের নতুন প্রকাশিত অ্যালবামের একটি সুন্দর গান 'সত্য মুখ' শুনবো। গান ১
সু হুই লুন ১৯৭০ সালে চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি নাটক শিখেন। তবে শিক্ষকের সুপারিশে সু হুই লুন গান রেকর্ডের চেষ্টা করেন এবং তিনি অনেক ভালো করেন। এরপর সু হুই লুন একজন পেশাদার গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৯০ সালে সু হুই লুন নিজের প্রথম 'সব কিছু অর্জন করবো' প্রকাশ করেন। তিনি তখনও একজন শিক্ষার্থী, তার প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ চেহারার জন্য শিক্ষার্থীদের মধ্যে তিনি অনেক জনপ্রিয়তা পান।
বন্ধুরা, এখন এই অ্যালবামে সু হুই লুনের গান 'সব কিছু অর্জন করবো' শুনবো। গান ২
প্রথম অ্যালবাম প্রকাশের পর সু হুই লুন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন, অনেক বিখ্যাত গায়কও তার সঙ্গে সহযোগিতা করেন, এর মধ্যে রয়েছে চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা জ্যাকি চ্যান। তারা একসঙ্গে একটি মিষ্টি প্রেমের গান 'আমার জীবনের প্রতিদিন' গান। এই গানের মাধ্যমে তাইওয়ান ছাড়াও চীনের মূলভূভাগের লোকেরা সু হুই লুনের নামের সঙ্গে পরিচিত হয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান 'আমার জীবনের প্রতিদিন' শুনবো। গান ৩
১৯৯৬ ও ১৯৯৭ সালে সু হুই লুন টানা ৩টি অ্যালবাম 'Lemon Tree', 'হাঁস' ও 'পোকা' প্রকাশ করেন। এতে তিনি বিভিন্ন নতুন ধরনের গান গেয়েছেন। তিনি আগের একক সংগীতশৈলী পরিবর্তন করেন, এবং ক্রমে নিজের বিশেষ বৈশিষ্ট্য গড়ে তোলেন। এ পরিবর্তন তাকে বিশাল সাফল্য এনে দেয়। তার এই ৩টি অ্যালবামের ৩টি প্রধান গান বেশ জনপ্রিয় হয় এবং তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। সু হুই লুনও এজন্য তখন চীনের সবচেয়ে জনপ্রিয় গায়িকার সম্মান পান। বন্ধুরা, এখন সু হুই লুনের গান শুনবো। গানটি জার্মান ব্যান্ড Fool's Gardenর একই নামের গানের চীনা সংস্করণ। মূল গানের ভিত্তিতে সু হুই লুনের এই গানে ইলেকট্রনিক সংগীতের উপাদান মিশেছে। আর তা তখনকার চীনা সংগীতের প্রবণতায় নেতৃত্ব দেয়। এরপর থেকে এখন পর্যন্ত অনেক শিল্পী গানটি গেয়েছেন। বন্ধুরা, এখন সু হুই লুনের গান 'Lemon Tree'শুনবো। গান ৪
বন্ধুরা, সু হুই লুনের গান 'Lemon Tree' শোনার পর এবার আমরা তার অন্য একটি জনপ্রিয় গান 'হাঁস' শুনবো। এটাও একটি বিদেশি গান—দক্ষিণ কোরিয়ার সংগীত দল 'Ju Ju Club'-এর গান 'আমিই আমি'-এর চীনা সংস্করণ। গানে ডান্স মিউজিকের ছন্দ রয়েছে। বিরহী প্রেমের গান হলেও এটি খুব প্রফুল্ল একটি গান। এতে মেয়েদের স্বাধীন, ইতিবাচক ও আত্মবিশ্বাসী প্রেমের ধারণা ফুটে উঠেছে। চীন ছাড়া গানটি সিঙ্গাপুরেও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন সু হুই লুনের গান 'হাঁস' শুনবো। গান ৫
১৯৯৮ সালে সু হুই লুনের নতুন অ্যালবাম 'ভাঙা প্রেম' বের হয়। ৩টি জনপ্রিয় অ্যালবামের পর তিনি নতুন কিছু গাওয়ার চেষ্টা করেন এবং নতুন সংগীতশৈলী তৈরির চেষ্টা করেন। তখন থেকে তার গান আরও পরিপক্ব হয়ে ওঠে। বন্ধুরা, এখন এ অ্যালবামে সু হুই লুনের একটি কোমল গান 'আমরা সবাই ভালো মানুষ' শুনবো। গান ৬
২০০০ সাল থেকে অভিনয় শুরু করেন তিনি। ২০০৭ সালের পর তিনি কোনও গান প্রকাশ করেননি। ১৩ বছর অপেক্ষার পর ২০২০ সালে তিনি আবার নতুন অ্যালবাম নিয়ে সবার সামনে হাজির হন। এই অ্যালবামে তিনি জীবনের প্রতি তার চিন্তাভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন। অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে এই অ্যালবামে সু হুই লুনের গান 'সব কিছু' শুনবো। গান ৭