চীনের সহায়তা চিকিৎসকদলকে নিয়ে ইতালির তথ্যমাধ্যমের আগ্রহ
  2020-03-20 20:20:11  cri

মার্চ ২০: কোভিড-১৯ প্রতিরোধে ইতালিতে পাঠানো চীনের সহায়তা চিকিৎসকদলের কার্যক্রম নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে সেদেশের তথ্যমাধ্যম। নিয়মিত তাদের কার্যক্রম নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। ইতালির তথ্যমাধ্যমের খবর অনুসারে, লোম্বারডি এলাকার প্রধান বলেছেন, চীনের বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রী এই মর্মে আবেদন করবেন যে, লোম্বারডি এলাকায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এখানে উৎপাদন কার্যক্রম ও পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করতে হবে।

স্থানীয় সময় ১৮ মার্চ চীনা দ্বিতীয় সহায়তা চিকিৎসক দল ইতালির মিলানে পৌঁছায়। বিমানবন্দরে তাদের হাতে ছিল 'একই সাগরের ঢেউ, একই গাছের পাতা, একই বাগানের ফুল' লেখা ব্যানার। তারা সঙ্গে করে নিয়ে যান ভেন্টিলেটর, মাস্ক, প্রতিরোধ-পোশাকসহ বিভিন্ন চিকিৎসা-সামগ্রী।

এদিকে, ইতালির পত্রিকার খবর অনুসারে, মিলান শহরের চায়না টাউনে চীনারা রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040