যুক্তরাষ্ট্রে ১৩৩৫০, ফ্রান্সে ১০৯৯৫, ও ইতালিতে ৪১০৩৫ জন কোভিড-১৯-এ আক্রান্ত
  2020-03-20 20:01:51  cri

মার্চ ২০: যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, স্থানীয় সময় ১৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত, যুক্তরাষ্ট্রে ১৩৩৫০ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ১৮৮ জন; এবং ১৯ মার্চ ১৮ ঘন্টায় নতুন করে ৩৮৯৯ জন আক্রান্তকে শনাক্ত করা হয়।

হোয়াইট হাউস এ সম্পর্কে জানায়, টেস্ট বাড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। নিউ ইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। নিউ ইয়র্কে ভাইরাস শনাক্ত হয়েছে ৫২৯৮ জনের শরীরে।

এদিকে স্থানীয় সময় ১৯ মার্চ সন্ধ্যায় ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ জানায়, এ দিন পর্যন্ত দেশের কোভিড-১৯ নিশ্চিত আক্রান্ত ১০৯৯৫ জন, আগের দিনের চেয়ে যা ১৮৬১ জন বেশি। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৭২ জন।

ওদিকে ১৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ নিশ্চিত আক্রান্ত ৪১০৩৫ জনে দাঁড়ায়। ২৪ ঘন্টা বেড়েছে ৫৩২২ জন রোগী। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে ৩৪০৫ জন। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040