স্বার্থপর মার্কিন রাজনীতিবিদরা কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বব্যাপী সহযোগিতার পথে বাধা: সিআরআই সম্পাদকীয়
  2020-03-20 18:07:54  cri

মার্চ ২০: বর্তমানে কোভিড-১৯ বিশ্বের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। দশটিরও বেশি দেশ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সমাজের প্রয়োজন এ ভাইরাস প্রতিরোধে সহযোগিতা জোরদার করা। তবে মার্কিন বেশ কয়েকজন রাজনীতিবিদ সংরক্ষণবাদ ও নিজেদের স্বার্থে কোভিড-১৯ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি মার্কিন সিবিএস'র এক খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের তৈরি পণ্য ক্রয়বিষয়ক পরিকল্পনার এক অংশ হিসেবে হোয়াইট হাউসের জাতীয় বাণিজ্য কমিশনের প্রধান পিটার নাভারো চিকিৎসাসামগ্রীর জন্য অন্যান্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ পদে ক্ষমতাসীন হওয়ার আগে থেকেই চীনকে অপমান করার অপচেষ্টা চালিয়ে আসছেন। তিনি তার বেশ কয়েকটি বইয়ে বাস্তবে অস্তিত্ব নেই এমন একজন চীন-বিরোধী বিশেষজ্ঞ বানিয়েছেন। বর্তমান কোভিড-১৯ মহামারীর অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদী পিটার নাভারো 'রাষ্ট্র নিরাপত্তা'র নামে দেশটির নেতৃবৃন্দের কাছে তার অর্থনৈতিক তত্ত্ব প্রেরণ করেন, যা মানবাধিকার লঙ্ঘণের পাশাপাশি অর্থনৈতিক জ্ঞানের স্বল্পতার প্রতিফলিত করে।

বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে লজ্জ্বাহীন আচরণ করে থাকে। সম্প্রতি মার্কিন বাহিনী ইতালি থেকে ব্যাপক পরিমাণে কোভিড-১৯ শনাক্তকরণ কিট যুক্তরাষ্ট্রে নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ কিট যুক্তরাষ্ট্র ও তার বিদেশি কোম্পানির তৈরি। তবে ইতালিতে মার্কিন বাহিনীর এ কর্মকান্ড ব্যাপকভাবে সমালোচিত হয়। কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ যেন আয়নার মতো, তাতে বিভিন্ন দেশের দায়িত্ব ও আচরণ প্রতিফলিত হয়। বর্তমানে ওয়াশিংটনের বেশকিছু রাজনীতিক আছেন, যাদের কেউ কেউ সংরক্ষণবাদী, কেউ কেউ যুক্তরাষ্ট্রকে সবার উপরে স্থান দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা মানবাধিকার উপেক্ষা করে আন্তর্জাতিক ভাইরাস প্রতিরোধের সহযোগিতার পথে বাধার সৃষ্টি করছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040