মহামারী প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী
  2020-03-20 15:04:21  cri
মার্চ ২০: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (বৃহস্পতিবার) নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে একাধিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। এসব ব্যবস্থার মধ্যে আছে: আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করা এবং জনগণের স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকা।

মোদি বলেন, বর্তমান বিশ্বের সব দেশ মহামারী ঝুঁকির সম্মুখীন। জনবহুল ভারতের জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ। সবাইকে যথেষ্ট সতর্ক থাকতে হবে; আগামী কয়েক সপ্তাহ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে হবে; বিশেষ করে বৃদ্ধদের যতটা সম্ভব বাড়িতে থাকতে হবে।

তিনি ঘোষণা করেন, গোটা ভারতে ২২ মার্চ সকাল ৭টি থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে 'পাবলিক কারফিউ' থাকবে। এসময় মৌলিক সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।

মোদি আরও বলেন, সরকার ইতোমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে 'অর্থনৈতিক মোকাবিলা কর্মগ্রুপ' গঠন করেছে। সরকার সব পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040