বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্ত ১৪ জন
  2020-03-18 19:34:59  cri

করোনা ভাইরাস সংক্রমণে দেশে এক জনের মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি আমেরিকা-ফেরত এক আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হন। তিনি ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যাসহ নানা অসুখে ভুগছিলেন।

বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে দেশে মোট ১৪ জন এ ভাইরাসে আক্রান্ত হলো। এদিকে ১৬ জনকে আইসোলেশনে ও ৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান অধ্যাপক ফ্লোরা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040