মার্চ ১৮: অ্যাপল-এর সিইও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, চীন ছাড়া বিশ্বের অন্যান্য স্থানের অ্যাপল স্টোরগুলো ২৭ মার্চ র্পযন্ত বন্ধ থাকবে। চীনে কোভিড-১৯ মহামারী ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বিধায়, চীনের সব অ্যাপল স্টোর পুনরায় খুলে দেওয়া হয়েছে।
এ বিবৃতিতে দু'টা তথ্য দেখা যায়। প্রথমত, কোভিড-১৯ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, যা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে; দ্বিতীয়ত, চীনে মহামারী ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং চীনের অর্থনীতির স্বাভাবিক শৃঙ্ঘলা পুনরুদ্ধারের গতি বাড়ছে।
এই বিবৃতিতে থেকে প্রমাণিত হয় যে, চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি ক্রমশ বাড়ছে। কঠোর প্রয়াসের মাধ্যমে, চীনের কোভিড-১৯ প্রতিরোধের কাজে সাফল্য এসছে। 'বিশ্বের কারখানা' নামে বিখ্যাত চীনের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনকাজ ধাপে ধাপে স্বাভাবিক হয়ে আসছে। হুপেই প্রদেশ ছাড়া চীনের অন্যান্য প্রদেশ ও অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন পুনরুদ্ধারের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
বস্তুত, সমস্যার চেয়ে সমাধান সবসময় বেশি। চীনের অর্থনীতি বরাবরই সমস্যা মোকাবিলার পাশাপাশি উন্নতি করে আসছে। এবারও মহামারীর নেতিবাচক প্রভাব কাটিয়ে চীনের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। (আকাশ/আলিম/রুবি)