যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৬ হাজার, আরও কঠোর প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে মার্কিন সরকার
  2020-03-18 13:37:25  cri
মার্চ ১৮: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক জরিপে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৫,৮৯৪জন। আক্রান্ত রোগীর মধ্যে ৯৭জন মারা গেছেন। মার্কিন সরকার ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আরও কঠোর ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, বিভিন্ন অঙ্গরাজ্য নিজেরাই ভাইরাস প্রতিরোধের গবেষণা করতে পারে। তা ছাড়া, টেলি-মেডিসিনসহ নাগরিকদের বিভিন্ন চিকিত্সা সুবিধা দেওয়া হবে।

ভাইস প্রেসিডেন্ট বার্নস শিল্প-প্রতিষ্ঠানগুলোকে হাসপাতালের জন্য এন৯৫ মাস্ক দান করার আহ্বান জানান।

তা ছাড়া, হোয়াইট হাউস গত সোমবার প্রকাশিত এক নির্দেশনায় জনসমাবেশ না করা এবং বাসায় কাজ করা ও পড়াশোনা করার প্রস্তাব দেয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যের স্কুলে ক্লাস বন্ধ করা হয়েছে। বিভিন্ন বিনোদন-ব্যবস্থাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040