কোভিড-১৯ প্রতিরোধে পাকিস্তানকে সহায়তা দেবে চীন: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2020-03-17 20:37:15  cri

মার্চ ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ(মঙ্গলবার)বেইজিংয়ে পাক প্রেসিডেন্ট আরিফুর রহমান আলভির সঙ্গে বৈঠকে বলেন, চীন পাকিস্তানের সাথে মহামারী প্রতিরোধক অভিজ্ঞতা শেয়ার করবে ও জরুরি প্রতিরোধক সামগ্রী সহায়তা দেবে।চীন ও পাকিস্তান হাতে হাত ধরে একযোগে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

লি খ্যা ছিয়াং বলন, এখন চীনে মহামারী ছড়িয়ে পড়ার প্রবণতা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন মহামারীর সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী যথাযথ প্রতিরোধক ব্যবস্থা নিচ্ছে ও নেবে সরকার। এর পাশাপাশি চীনে সার্বিকভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করার জন্য কাজ চলছে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে। কোভিড-১৯ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এ প্রেক্ষাপটে চীন আন্তর্জাতিক সমাজের সাথে সহযোগিতা জোরদার করতে চায়, একযোগে বিশ্বের গণস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করতে চায়।

চীনা প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান হচ্ছে চীনের পরীক্ষিত বন্ধু। পাকিস্তানের সাথে নানান ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। চীন-পাক অর্থনৈতিক করিডোরসহ বড় আকারের প্রকল্পগুলো বাস্তবায়নকাজ এগিয়ে নিতে এবং পঙ্গপালের আক্রমণ প্রতিরোধে পাকিস্তানকে আরও সাহায্য দিতে চীন ইচ্ছুক।

তিনি আরও বলেন, চীন পাকিস্তানের সাথে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে দু'দেশ ও অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040