হুপেই ছাড়া চীনের অন্যান্য প্রদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন পুনরুদ্ধারের হার ৯০ শতাংশ ছাড়িয়েছে
  2020-03-17 16:51:17  cri

মার্চ ১৭: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র মেং ওয়ে আজ (মঙ্গলবার)এক সাংবাদিক সম্মেলনে জানান, হুপেই প্রদেশ ছাড়া চীনের অন্যান্য প্রদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন পুনরুদ্ধারের হার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। এ ছাড়া, চীনে বিদেশি পুজিঁতে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মুখপাত্র জানান, এখন দেশব্যাপী শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন পুনরুদ্ধারের গতি দ্রুত বাড়ছে। চে চিয়াং, চিয়াং সু, সাং হাই, সান তোং, কুয়াং সি চুয়াং শ্বায়ত্বশাসিত অঞ্চল, ও ছংছিং শহরের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন পুনরুদ্ধারের হার প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।

তিনি আরও জানান, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সম্প্রতি 'বিদেশি পুঁজি স্থিতিশিল করার ১১টি ব্যবস্থা" জারি করেছে। এতে অব্যাহতভাবে বিদেশি পুজিঁর শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক হবে। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040