বিশ্বের বিভিন্ন দেশ অর্থনীতি স্থিতিশীল রাখার জন্য নানা ব্যবস্থা নিয়েছে
  2020-03-17 14:18:51  cri
মার্চ ১৭: সম্প্রতি নভেল করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলেছে। কোনও কোনও দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে এ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।

ইউরোপের বিভিন্ন দেশ অর্থনীতি স্থিতিশীল রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইতালি সরকার গত ৫ মার্চ নাগরিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ৭৫০ কোটি ইউরো সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্রান্স সরকার শুল্ক কমানো বা দেরিতে দেওয়া এবং ছোট ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠান-গুলোকে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থার নিচ্ছে। জার্মান সরকার গত ৯ মার্চ অবকাঠামো খাতে চার বছর মেয়াদি ১২০০কোটি ইউরো সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।

তা ছাড়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশ সুদ কমানোসহ আর্থিক সমর্থন-নীতি ঘোষণা করেছে।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040