মার্কিন শেয়ার বাজারে ধসের কারণে দেশের অর্থনীতির পতন হবে: ডোনাল্ড ট্রাম্প
  2020-03-17 14:00:33  cri
মার্চ ১৭: গতকাল (সোমবার) ডো জোন্সের সূচক ১৩ শতাংশ হ্রাস পায়। এতে মার্কিন শেয়ার বাজারে ব্যাপক দরপতন হয়; যা গত ৩০ বছরে ভয়াবহ পতনের রেকর্ড সৃষ্টি করে। এদিন বিকেলে হোয়াইট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শেয়ার বাজার ধসের কারণে দেশের অর্থনীতির পতন হবে। এদিন, আরও কঠোর মহামারী প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার ঘোষণায় শেয়ার বাজারে দ্রুত ধস নামে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, মহামারী খুব সম্ভবত জুলাই বা অগাস্ট মাস পর্যন্ত স্থায়ী হবে। আগামী ১৫ দিন পর্যন্ত ১০ জনের বেশি মানুষের সমাগম না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। মহামারী ঠেকাতে প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি। প্রেসিডেন্ট আশঙ্কা করেন, কোভিড-১৯ সংক্রমণের কারণে হয়তো মার্কিন অর্থনীতির পতন হতে যাচ্ছে।

একইদিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও ব্যাপক দরপতন হয়েছে এবং ইউরোপের শেয়ার বাজারেও একই অবস্থা দেখা দিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাজারের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন করতে পারে নি, মহামারীর প্রেক্ষাপটে মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040