চলতি বছর দারিদ্যবিমোচনে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো ৩.২ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে
  2020-03-17 13:56:42  cri
মার্চ ১৭: ২০২০ সালে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো মহামারির ক্ষতি মোকাবিলার পাশাপাশি ২৪৬টি দরিদ্র গ্রামে ৩২০ কোটি ইউয়ান অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে; যা গত বছরের চেয়ে ৬৯.২ কোটি ইউয়ান বেশি। সম্প্রতি চীনের জাতীয় পরিষদের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন এ তথ্য জানায়।

জানা গেছে, ২০১৫ সাল থেকে দারিদ্র্যবিমোচনে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো মোট ২০.৬ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা দরিদ্র অঞ্চলের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে অনেক সহযোগিতা করেছে।

উল্লেখ্য, চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সহায়তায় ২৪৬টি দরিদ্র গ্রামের মধ্যে ২১৯টি গ্রামে দারিদ্র্যবিমোচন বাস্তবায়িত হয়েছে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040