বাংলাদেশে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত
  2020-03-16 19:50:54  cri

বাংলাদেশে আরো তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই পরিবারের সদস্য আক্রান্ত তিন জনের মধ্যে দুটি শিশু ও একজন নারী। বিদেশ প্রত্যাগত এক আত্মীয়ের মাধ্যমে তারা সংক্রমিত হন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮-এ। এদের মধ্যে প্রথম তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ সব তথ্য জানান। এদিকে করোনা-মুক্ত সনদ নিয়ে সকালে ৩০ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশে ঢাকা পৌঁছলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বর্তমানে সারাদেশে দুই হাজারের বেশি বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশগুলোর সঙ্গে সোমবার থেকে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশে কেউ আসতে পারবে না। এছাড়া অন-এরাইভাল ভিসাও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040