চীনা অর্থনীতির ওপর মহামারীর নেতিবাচক প্রভাব অস্থায়ী: জাতীয় পরিসংখ্যান বুর‍্যো
  2020-03-16 19:47:28  cri

মার্চ ১৬: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (সোমবার) একাধিক ম্যাক্রো অর্থনৈতিক উপাত্ত প্রকাশ করেছে। উপাত্ত অনুসারে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী চীনের অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

পাশাপাশি ব্যুরো এ-ও জানিয়েছে যে, সার্বিকভাবে এই প্রভাব হবে অস্থায়ী এবং এই মহামারী নিয়ন্ত্রণযোগ্যও বটে। চীনে বর্তমানে এই মহামারীকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে। ফলে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না।

পরিসংখ্যান ব্যুরোর পর্যবেক্ষণ অনুসারে, মহামারীর প্রকোপ দেখা দেওয়ার পর চীনে অনলাইন কার্যক্রম বেড়েছে এবং অনলাইনে ভোগ্যপণ্য ক্রয়ের পরিমাণও বেড়েছে। আগামী পর্যায়ে চীনে মহামারীর বিরুদ্ধে লড়াই চলার পাশাপাশি অর্থনৈতিক ও সমাজিক উন্নয়ন-কার্যক্রমও এগিয়ে যাবে। চীন মহামারীর ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার এবং যত দ্রুত সম্ভব অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে।(আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040