চীন-থাইল্যান্ড এন্টারপ্রাইজ বাংলাদেশ পরিবহন অবকাঠামো প্রকল্পে সহযোগিতা
  2020-03-16 15:23:25  cri
চীনা ও থাই শিল্পপ্রতিষ্ঠানগুলোর নির্মিত এবং পরিচালিত বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।

খবরে বলা হয়, বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার এবং একটি দুই-দুই--চার লেনের রাস্তা। এটি বিমানবন্দর থেকে ঢাকার দক্ষিণে ঢাকার পুরাতন ব্যবসায়িক জেলার ওপর দিয়ে চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে। প্রকল্পের মোট বিনিয়োগ ১.২৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটি শেষ হওয়ার পরে এটি স্থানীয় মানুষের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমাবে, ঢাকা শহরের যানজট নিরসন করবে, স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দেবে এবং বাংলাদেশ-চীন-ভারত-বার্মা অর্থনৈতিক করিডোর নির্মাণের ক্ষেত্রে দুর্দান্ত সহযোগিতা করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040