বন্ধুরা, শুনছিলেন ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে 'পরচর্চা' শীর্ষক গান। তাঁর গান জনপ্রিয় হয়ে উঠার পর অনেক নেটিজেন তাঁর ফ্যানে পরিণত হন এবং তাঁর আসল পরিচয় জানতে চান। যদিও অনেক মানুষ মনে করেন, তাঁর কন্ঠের গানগুলো আসল গায়কের গাওয়া গানের তুলনায় খারাপ, তবুও তাঁর নিজস্ব বৈশিষ্ট্যকে সবাই স্বীকার করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্যাশনেট মানুষ' শীর্ষক গান। গানটির আসল কন্ঠশিল্পী হু ইয়াং লিন। আশা করি, বন্ধুরা ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে 'প্যাশনেট মানুষ' শীর্ষক গান। তিনি জনপ্রিয় হয়ে উঠার পর তার আসল পরিচয় পান তার ফ্যানরা। তাঁর আসল নাম স্যু জ্যে। দৌইন অ্যাপে তাঁর ফ্যান সংখ্যা ২৫.১ লাখ এবং এক কোটিরও বেশি লাইক পেয়েছেন তিনি। এখন তাঁর বয়স মাত্র ২০ বছর। তাঁর জন্মস্থান হুবেই প্রদেশের উহান শহর। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ভাল পুরুষরা কোথায়?' শীর্ষক গান। গানটি হলো নারী কন্ঠশিল্পী ছুই জি গ্যে'র। আশা করি, আপনারা ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে 'ভাল পুরুষরা কোথায়' শীর্ষক গান। তিনি সুদর্শন, তরুণ। এখন শোনাবো 'হৃদয়ে আঁকা' শীর্ষক গান। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। গানটি হলো একটি চলচ্চিত্রের থিম সং। প্রথম গেয়েছেন নারী কন্ঠশিল্পী চাং লিয়াং ইং। চলুন, আমরা একসঙ্গে শুনবো ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে 'হৃদয়ে আঁকা' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বাদক' শীর্ষক গান। যখন গানটি ওয়েবসাইটে প্রকাশিত হয়, তখন খুবই জনপ্রিয় হয়ে ওঠে। গানের সুরে প্রাচীনকালের চীনা সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। চলুন, আমরা তাঁর কন্ঠে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে 'বাদক' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তারকা ও চন্দ্রের পুরাণ' শীর্ষক গান শোনাবো। প্রথম গানটি গেয়েছেন নারী কন্ঠশিল্পী জিন শা। গানটি ২০১০ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। জিন শা গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন। আশা করি, বন্ধুরা ইয়াওবুইয়াওমাইছাই'র কন্ঠে গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ফেই)