মহামারি মোকাবিলায় দক্ষিণ আফ্রিকা দেশে 'বিপর্যয় অবস্থা'ঘোষণা করেছে
  2020-03-16 13:49:27  cri
মার্চ ১৬: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আতামেলা রামফোসা গতকাল (রবিবার) দেশে 'বিপর্যয় অবস্থা' ঘোষণা করেছেন। এ ঘোষণার আওতায় মহামারি ঠেকাতে ভ্রমণ, স্কুল-কলেজ বন্ধসহ বিভিন্ন ধারাবাহিক পদক্ষেপ নেবে সরকার। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

রামফোসা বলেন, দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি ঠেকাতে সরকার জরুরি ও কঠোর পদক্ষেপ নেবে। ১৮ মার্চ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করা হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা বিদেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ১৬ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার ৩৫টি স্থলবন্দর ও ২টি সমুদ্রবন্দর বন্ধ থাকবে। সরকার নাগরিকদের ভ্রমণ বাতিল করার আহ্বান জানায়। তা ছাড়া, গণ-সমাগমের ইভেন্টগুলো বাতিল করা হয়েছে। ১৮ মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সারা দেশের স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

রামফোসা বলেন, মহামারি মোকাবিলার জন্য প্রেসিডেন্টের নেতৃত্বে জাতীয় কমিটি প্রতিষ্ঠা করা হবে। অর্থনীতির ওপর মহামারির প্রভাব কমানোর চেষ্টা করা হবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040