বাংলাদেশে করোনা আক্রান্ত নতুন ২ জনের অবস্থা স্থিতিশীল
  2020-03-15 19:24:45  cri

বাংলাদেশে নতুন করে করোনা আক্রান্ত ২ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন ইতালি ও জার্মানি থেকে ফেরা দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে এর আগে আক্রান্ত তৃতীয় জনও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে রয়েছেন ১০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪ জন ও সারাদেশে হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৩১৪ জন। ১৪ দিনের হোম-কোয়ারেন্টাইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ফ্লোরা। না হলে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হতে পারে বলে সতর্ক করে দেন তিনি।

এদিকে রোববার সকালে ইতালি থেকে আরো ১৫৫ জন দেশে ফিরেছেন। তাদের আশকোনায় হজক্যাম্পে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর শনিবার রাতে ফেরা ৪৮ জনকে রাখা হয়েছে গাজীপুরের পুবাইলে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040