১৪ মার্চ পর্যন্ত স্পেনে কোভিড-১৬-এ আক্রান্ত হয়েছে ৬৩৯৩ জন
  2020-03-15 18:33:51  cri

মার্চ ১৫: স্থানীয় সময় ১৪ মার্চ পর্যন্ত, স্পেনে কোভিড-১৬-এ আক্রান্ত হয়েছে ৬৩৯৩ জন। এদের মধ্যে ১৯৫ জনের মৃত্যু ঘটেছে; ২৭২ জনের অবস্থা আশঙ্কাজনক; এবং ৫৭১ জন সুস্থ হয়েছেন।

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা গোমেজ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

ওদিকে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকাল(শনিবার)এক ঘোষণায় বলেন, এদিন থেকে দেশব্যাপী লকডাউন-ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থা থাকা অবস্থায় জনগণ খাবার কেনা, চিকিৎসা নেওয়া ও কর্মস্থলে যাওয়া ছাড়া বাকি সময় বাসায় থাকবে। এই ব্যবস্থা কার্যকর করতে সরকার রাস্তায় সৈন্য নামানোর ঘোষণাও দিয়েছে। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040