কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বজুড়ে শক্তি সুসংবদ্ধ করা খুব জরুরি: সিআরআই সম্পাদকীয়
  2020-03-14 20:04:02  cri
মার্চ ১৪: বর্তমানে বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে ১ লাখ ৩২ হাজার কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। মারা গেছে ৫০০০ জনেরও বেশি। কোভিড-১৯ মহামারি প্রতিরোধকাজ এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছে। ইউরোপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রও 'জরুরি অবস্থা' ঘোষণা করেছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, এখন মহামারী ছড়ানোর গতি কমিয়ে আনতে হবে। পশ্চিমা যেসব গণমাধ্যম চীনের ভাইরাস প্রতিরোধকাজ নিয়ে যা-তা বলে এসেছে, অবস্থার প্রেক্ষাপটে তারাও স্বীকার করছে যে, বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত অভিযান না-চালালে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ওপর মহামারীর নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা যাবে না।

বস্তুত, সারা বিশ্বের উচিত এ মহামারী মোকাবিলায় আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা। চীন বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক অভিজ্ঞতা ভাগাভাগি, ওষুধ ও টিকা উন্নয়নে সহযোগিতা জোরদার এবং মহামারী আক্রান্ত কিছু দেশকে যথাসাধ্য সাহায্য দিতে ইচ্ছুক। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040