ইতালি ও ভারত থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি
  2020-03-14 19:31:55  cri

ইতালি ও ভারত থেকে ১৬৫ বাংলাদেশি শনিবার দেশে ফিরেছেন। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৪২ বাংলাদেশি ফেরেন ইতালি থেকে।

বিমান বন্দর থেকে তাদের আশকোনায় হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে সরকারি নজরদারিতে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জনস্বার্থেই তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান মন্ত্রী। কেউ তা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। আর বিকালে দেশে ফেরেন দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা চীন-ফেরত ২৩ বাংলাদেশি শিক্ষার্থী।

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে স্কুল-কলেজ বন্ধ করা মতো পরিস্থিতি তৈরি হয়নি। করোনা মোকাবেলায় সার্ক দেশগুলোকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040