মার্চ ১৪: টেস্টে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া যায়নি। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় সাংবাদিকদেরকে এ কথা জানান সিনেটর ক্রিস্টোফার বং গো। তার নিজের শরীরেও ভাইরাস পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
ক্রিস্টোফার আরও জানান, তিনি এবং প্রেসিডেন্ট দুতের্তে স্বাভাবিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন। (আকাশ/আলিম/রুবি)