মার্চ ১৪: স্থানীয় সময় শুক্রবার বিকেলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি, দেশের বিভিন্ন রাজ্যে কোভিড-১৯ মোকাবিলার জন্য মার্কিন ফেডারেল সরকার ৫ হাজার কোটি ডলার জরুরি রিজার্ভ ফান্ড চালু করে। বিভিন্ন রাজ্যে ভাইরাস মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র প্রতিষ্ঠার কথাও বলেছে কেন্দ্রীয় সরকার।
ট্রাম্প বলেন, আগামী সপ্তাহ নাগাদ দেশব্যাপী ১৪ লাখ মানুষের শরীরে কোভিড-১৯ টেস্ট চালানো সম্পন্ন হবে। আর মাসের শেষ দিকে দেশব্যাপী ৫০ লাখ পরীক্ষা সম্পন্ন হবে।
উল্লেখ্য, পূর্ব আমেরিকান সময় বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬৬৩ জন কোভিড-১৯ ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হন। এখন পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০।(শিশির/আলিম/রুবি)