সিয়ু হুই সিন
  2020-03-23 10:40:46  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে চীনা প্রবাসী সিয়ু হুই সিনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার মিষ্টি কণ্ঠের জন্য পরিচিত। গান গাওয়ার পাশাপাশি তিনি দেশে বিদেশে মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে সিয়ু হুই সিনের কিছু সুন্দর গান শুনবো।

অনুষ্ঠানের শুরুতে শুনুন তার একটি সুন্দর গান 'হঠাৎ তোমাকে মিস করি'। গানটি খুব মিষ্টি একটি প্রেমের গান, এতে প্রিয় লোকের প্রতি মনের সব অনুভূতি ও ভালোবাসা তুলে ধরা হয়েছে। চলুন, এখন গানটি শুনি। গান ১

সিয়ু হুই সিন ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি নাচ শেখা শুরু করেন। সংগীত পছন্দ করলেও তিনি কোনো সংগীতের প্রশিক্ষণ নেননি। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে একবার সিয়ু হুই সিন বন্ধুর জন্য গান রেকর্ড করেন। আর এর মাধ্যমে এক প্রযোজক তার সংগীত প্রতিভা আবিষ্কার করেন এবং তাকে গায়ক হওয়ার প্রস্তাব দেন। কিছুটা চিন্তা করে সিয়ু হুই সিন তার প্রস্তাব গ্রহণ করেন। তারপর ২০০০ সালে চীনে ফিরে আসেন। ২০০২ সালে তার প্রথম অ্যালবাম 'খুশি' প্রকাশিত হয়। তিনি ওই অ্যালবামের জন্য সে বছরের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান।

বন্ধুরা, এখন অ্যালবামের গান 'প্রথমে তোমাকে খুঁজবো' শুনুন। গান ২

২০০২ সালে প্রথম অ্যালবাম প্রকাশের পর সিয়ু হুই সিনও কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন এবং প্রশংসা পান। লোকেরাও ক্রমে সিয়ু হুই সিন ও তার গান সম্পর্কে জানতে পারে। একই সালের শেষে সিয়ু হুই সিন তার দ্বিতীয় অ্যালবাম 'একাকী ব্যালে নাচ' প্রকাশ করেন। এই অ্যালবামের গানে অনেক ব্যালের উপাদান রয়েছে। ছোট থেকে ব্যালে শেখার কারণে সিয়ু হুই সিন খুব ভালো ব্যালে নাচতে পারতেন।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান 'একাকী ব্যালে নাচ'। গান ৩

২০০৫ সালে সিয়ু হুই সিনের অ্যালবাম 'শ্রেষ্ঠ' মুক্তি পায়। অ্যালবামের অনেক সুন্দর গানের মধ্যে গান '৭ জুলাই, রোদ' রিলিজ হতেই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। গানটি একটি বিরহী প্রেমের গান। গানে প্রিয় লোকের সঙ্গে বিচ্ছেদের একটি দুঃখ ও মুগ্ধকর গল্প বলা হয়। গানটি অনেক টিভি নাটকের থিম সোং হিসেবে নির্ধারণ করা হয়। ১৫ বছর পরও এই গান সিয়ু হুই সিনের সবচেয়ে জনপ্রিয় গান হয়ে রয়েছে।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৪

২০০৬ সালে সিয়ু হুই সিনের অ্যালবাম 'দ্বন্দ্ব' প্রকাশিত হয়। পাশ্চাত্য ও প্রাচ্যের রূপকথা এই অ্যালবামের অনুপ্রেরণা। আগের অ্যালবামের চেয়ে এই অ্যালবামের সংগীতশৈলী আরো বিচিত্রময়, এতে তিনিও প্রথমবারের মতো ল্যাটিন বৈশিষ্ট্যময় গান গেয়েছেন এবং তা জনপ্রিয় হয়েছে।

বন্ধুরা, এবার আমরা শুনবো অ্যালবামের একটি জনপ্রিয় গান; গানের নাম 'ভেনিসে পথ হারিয়েছি'। গানটি সে বছর চীনের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। গান ৫

গান গাওয়ার পাশাপাশি অভিনয় করাও সি হুই সিনের অন্য একটি প্রধান কাজ। অনেক টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি ২০০৪-২০০৬ সালে তিনি চীনের বিখ্যাত গায়ক ও অভিনেতা চাং শুয়েই ইয়োর সঙ্গে মিউজিকাল 'Snowwolflake' অভিনয় করেন, ২০১১ সালে ব্রডওয়ের মিউজিকাল 'Anything Goes'-এ অভিনয় করেন, আর ২০১৩ সালে দুটি জনপ্রিয় চলচ্চিত্রও অভিনয় করেন।

বন্ধুরা, এখন শুনবো সিয়ু হুই সিন ও গায়ক সিয়ু চি আনের গাওয়া গান 'ভালোবাসার ফ্রিকোয়েন্সি'। গান ৬

ব্যক্তিগত কারণে ২০১৩ সালের পর সিয়ু হুই সিন অ্যালবাম প্রকাশ বন্ধ করে দেন এবং খুব কম পারফরমেন্স করেন। অনুষ্ঠানের শেষে একসঙ্গে তার সংগীত জীবনের সবচেয়ে জনপ্রিয় গান 'প্রেমের অ্যান্টিবডি' শুনবো, আশা করি আপনাদের ভালো লাগবে। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040