যৌথভাবে মহামারি প্রতিরোধ হচ্ছে আন্তর্জাতিক সমাজের একমাত্র সঠিক পথ: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-03-13 19:11:42  cri
মার্চ ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, মহামারির কোনো সীমানা নেই, বর্তমানে যৌথভাবে মহামারি প্রতিরোধ করা হচ্ছে আন্তর্জাতিক সমাজের একমাত্র ঠিক পথ; সেই সঙ্গে একতরফাবাদ, কলঙ্কলেপন ও পারস্পরিক অভিযোগের বিরোধিতা করা উচিত। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জি-টুয়েন্টি রিয়াদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 'জি-টুয়েন্টি সমন্বয়কারী নভেল করোনাভাইরাস নিউমোনিয়াবিষয়ক বিবৃতি' প্রকাশিত হয়। এ চুক্তি সম্পর্কে কেং শুয়াং বলেন, বর্তমানে নভেল করোনাভাইরাস নিউমোনিয়াকে 'বিশ্ব মহামারি' ঘোষণা করা হয়েছে। জি-টুয়েন্টি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম ও বৈশ্বিক সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ প্রণালী হিসেবে, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীন আশা করে, জি-টুয়েন্টি প্ল্যাটফর্মের সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমাজ মহামারি মোকাবিলার চেষ্টা করবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040