মুখপাত্র আরও বলেন, এ ব্যবস্থার প্রথম সম্মেলন সফল হয়েছে। এ ভাইরাস প্রতিরোধের শুরুর দিকে দু'পক্ষ যে প্রচেষ্টা ও সহযোগিতা চালিয়েছে তার মূল্যায়ন করে দু'পক্ষ। পাশাপাশি, পরবর্তীতে এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে দু'পক্ষ। এই প্রক্রিয়ায় যাতায়াত পর্যবেক্ষণ পরীক্ষা, ভাইরাস মোকাবিলার অভিজ্ঞতা ও চিকিত্সার প্রযুক্তি ভাগাভাগি, অধ্যয়নরত শিক্ষার্থীদের যত্ন নেওয়া এবং প্রবাসীদের নিরাপত্তা রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে মতৈক্য হয়েছে।
ভাইরাস সংক্রমণের পর, সুপ্রতিবেশীসুলভ দেশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়া ধারাবাহিক কার্যকর মোকাবিলার ব্যবস্থা নিয়েছে।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)