মার্চ ১৩: বৃহস্পতিবার রাতে চীনা চিকিত্সকদল রোমে পৌঁছায়। দলটি মহামারি প্রতিরোধে ইতালিকে সহায়তা দেবে। ইতালির জনস্বাস্থ্যমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত লি চুন হুয়া বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
জানা গেছে, চিকিত্সকদলে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন ও চীনা রেড ক্রসের ৯জন বিশেষজ্ঞ আছেন। তাদের সঙ্গে ইসিইউ সরঞ্জাম, চিকিত্সাসামগ্রী, অ্যান্টিভাইরাস এজেন্ট ও করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া লোকের প্লাজমাসহ ৩১টনের বেশি পণ্য আছে।
তা ছাড়া, বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভিডিও সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে কোভিড-১৯ রোগ চিকিত্সার অভিজ্ঞতা বিনিময় করেন।
(তুহিনা/তৌহিদ/ছাই)